কেমন করে করবো শুরু,
এই লতা নয় সামান্য তরু,
মনে নিয়ে ভীষণ ব্যথা,
জমে আছে অনেক কথা।
মনে পড়ে কতো সহস্র গান,
ভরে যায় সদা মন-প্রাণ,
কোকিলহীন এই বসন্ত,
লাগে না মোটেও প্রাণবন্ত ।
একটি যুগের হল অবসান,
সাথে বন্ধ এক প্রতিষ্ঠান,
শুধুমাত্র নয় সুরের রাণী,
গানে দেশাত্মবোধের বানী ।
বাহ্যিক সৌন্দর্য যতো নয়,
অন্তরের সৌন্দর্য কথা কয়,
প্রেম এসেছিল জীবনে,
অধরা থেকে গেল সন্তর্পনে।
অমর প্রেমের নীরব নায়িকা,
হয়ে উঠলেন সর্বশ্রেষ্ঠ গায়িকা,
আসা-যাওয়ার এই মেলা,
সাঙ্গ হল সব ভবের খেলা।
কাঁদছে দেখো কাঁদছে সবাই,
হিন্দু – মুসলমান – শিখ – ইসাই,
এতোটুকু বিভেদ কোথাও নাই,
সবাইকে করলে ভাই – ভাই।
গানে গানে তুমি বিমূর্ত দেশ,
দিকে দিকে ছেয়েছে তার রেশ,
তুমি ও দেশ হলে আজ একাকার,
বিভেদদীর্ণতায় অনন্য প্রাপ্তি সবার।
দুঃখের মাঝখান থেকে এই শিক্ষা,
সমগ্র দেশবাসী নিক আবার দীক্ষা,
তোমার প্রতি শ্রদ্ধা ও সম্মান তবে,
সঠিক অর্থে প্রদর্শিত হবে।