মহালয়ার ভোরে শুনি
দেবী স্তোত্র পাঠে,
তর্পন করবে গঙ্গা বক্ষে
যাচ্ছে সবাই ঘাটে।
অশুভ শক্তি নাশের কথা
শুনি ভালো করে,
মনে মনে প্রার্থনা রয়
অসুরকে দাও ধরে।
ঘরের মেয়ে পায়নি বিচার
অসুর নাশো তবে,
ত্রিশূল বিঁধে শাস্তি দিও
দেখা পাবে যবে।
শরৎ রানি. সেজেছে আজ
কাশ কমলে সেজে,
উমা আসছে ঢাকের রবে
পাড়ায় পাড়ায় বেজে।
প্রকৃতি মা ফুলের সাজে
শিউলি কাশে ছেয়ে,
পদ্ম শালুক মালা করে
গলায় পড়বে মেয়ে।