মহালয়া মানে ভোরের বেলা
বীরেন্দ্রকৃষ্ণের স্তোত্র গান,
মহালয়া মানে মহিষাসুর মর্দিনীর
আগমনী গানের তান।
শরৎ কালের ভোরের শিশির
ঘাসের ডগায় ভাসে,
শিউলি রানি হলুদ বোঁটায়
মাটির বুকে হাসে।
মহালয়াতে পিতৃপক্ষের অবসান ঘটায়
দেবীপক্ষের সূচনা ঘটে,
বাচ্চারা ফুল কুড়াতে ব্যস্ত থাকে
দানব মারবে রটে।
মহালয়া মানেই উমার আগমন
পুজোর শুরু হবে,
মণ্ডপ বাঁধার কাজের দ্রুত নিষ্পত্তি
সজ্জাকরণ শুধু রবে।
মহালয়ার দিন অনাথরে করো দান
অভাবীর মুখে ধরো আলো,
নতুন জামা নতুন কাপড় দিয়ে
ভোরের আলো জ্বালো।
পদ্ম শালুক রঙের বাহারে
দিঘির জলে খেলে,
সবুজ পাতার চাদরে মুড়ে
রূপের শোভা মেলে।
‘বাজলো তোমার আলোর বেণু’
শারদ আকাশ জুড়ে,
নীলাকাশে পেঁজা তুলোর রাশি
সারা আকাশ মুড়ে।
মায়ের আসার সূচনা বিশ্বে
প্রকৃতি সাজে ফুলে,
ছড়িয়ে আছে কাশের গুচ্ছ
দোদুল দোলায় দুলে।