করলা আর উচ্ছে তেতো,
নিমপাতা তেতো তার থেকে।
সত্যকথা মর্মে খামচি কাটে
রক্ত ঝরে ঝাঁকে ঝাঁকে।
মোসাহেবের পোয়াবারো
লাগেনা ফিটকারী হিং।
পেট ফুলে ঢাক ববন নাপিত
রাজার মাথায় সিং।
নামি-দামি কবি আর গল্পকার যত
রাজার-কবিতা স্তুতি আর তোষামোদে ন্যস্ত।
মডার্ন আর্ট সব কিনতে হবে,
ধনকুবের তনয় পংক্তিতে, ধন লুটাতে ব্যস্ত।
আম জনতা ‘ফটেহাল’,
নুন আনতে পান্তা ফুরায়।
জনতার পয়সায় হরিরলুট,
প্রশান্ত কিশোর, বিজয়-নিশান উড়ায়।