রাস্তার ধারে ,একটা মরা গাছ পড়ে আছে ,ওটা কি ভবিষ্যতের আমি ?
একদিন রাস্তার ধারে পড়ে থাকবো লাশ হয়ে,
অনেক কথা না বলে ,চুপ একেবারেই নিশ্চুপ ,
স্বপ্ন দেখবো না ভোর বেলায়, কাঁদবো না মা মা বলে , কবিতায় বজ্রপাত হবে না,
রক্ত ঝরবেনা শব্দের সীমিত বাগানে, সব ফুল শুকিয়ে যাবে, সব শব্দ থেমে যাবে ,
রাস্তার ধারে নিরবে পড়ে থাকবো, একটা মরা গাছ হয়ে ।