মন ময়ূরী বিবশ ভারী
বিরহে বুক পুড়ে,
সুজন সাথী জীবন বাতি
আছে অনেক দূরে।
ব্যথা জাগে মনের বাগে
শুকায় প্রেমের ফুলে,
মনে পড়ে একলা ঘরে
স্মৃতির ঝাঁপি খুলে।
দূর প্রবাসে কিসের আশে
গেলে সখা চলে,
বিরহ দুখ হৃদয়ে শোক
ভাসি চোখের জলে।
তোমার প্রেমে বুকের ফ্রেমে
সাজে স্বপ্ন রাশি,
আজকে কেন নিঠুর হেন
রোদন ভরে ভাসি?
দরদীয়া মরমীয়া
আর থেকো না সরে,
ময়ূরী মন রয় উচাটন
এসো ফিরে ঘরে।