দিনের পর দিন তোমার সাথে দেখা নেই
শুকনো অনুভূতি গুলো
পুড়ে পুড়ে ছাই ।
আমার ব্যক্তিগত হাওয়া, সুখ-দু:খ
জমানো অঙ্গার, সযত্নে যা ছিল এতদিন
স্মৃতি হয়ে বেরিয়ে আসে ।
বাঁশফুলে আজ সাজানো তোমার সংসার
বাঁশফুলের বীজে ভরেছে গোলা
প্রতীক্ষায় সময় চলে যায়
অত:পর ফিরে আসো
নিতে বাঁশফুলের ঘ্রাণ ।
তারপর একদিন বৃষ্টি নামে
আমার সারা শরীর বিষময় হয়ে ওঠে,
আমার হাতের মুঠোতে ধরা কিছু হারানো সময়
বাঁশফুল হয়ে যা ঝ’রে পড়ে
তুমি নিষ্পলক তাকিয়ে থাকো
একটা ধ্বংসের থেকে আরেকটা
নতুন ধ্বংসের দিকে ।