দিবারাতি অশ্রু জলে
প্লাবিত দুই আঁখি,
ননী চোরা কানাই আমার
দিয়েছে আমায় ফাঁকি l
প্রতীক্ষারত যমুনা তীরে
রাধারানীর একাকী বাস,
কৃষ্ণ বিনা রাধার হৃদয়ে
অহরহ দীর্ঘনিঃশ্বাস l
মন নিয়ে করে খেলা
অষ্টপ্রহর সকাল-সাঁঝ বেলা,
যমুনা নদের তটে সখী সহ
হবে আজ মনোহারীর লীলা l
কৃষ্ণ নামে মত্ত রাধারানী
ভুলে জগতের লোকলাজ,
মলিন বদনে আবির্ভূত
রাধার অলৌকিক সাজ l
লীলা খেলায় মেতেছে কানাই
যমুনা নদের তীরে,
রাধাকে আজ ভুলেছে বুঝি
অসংখ্য সখীর ভিড়ে l
বড়ই নিঠুর কানাই সবার
বোঝেনা মন জ্বালা,
যুগে যুগে অগণিত নারী
জপে কৃষ্ণ প্রেমের মালা l