ছোট থেকেই পড়ছি সবাই দূষণ নিয়েই চলছে ঢেউ
প্রতিকারের আসল উপায় বলতে পারো তোমরা কেউ ?
শিমুল পলাশ বৃক্ষরাজী উদাস মলিন উতল আজ
অস্তিত্বের বিলীনতা ভাবতে ভাবতে মাথায় বাজ !
যূথী বেলী চাঁপার যেন আশঙ্কাতে কাটছে দিন
পুণ্ডরীকও ধীরে ধীরে হচ্ছে যেন কোথায় লীন !
ভাস্করটা বেপরোয়া দিনে দিনে বাড়ছে তাপ
জীবজন্তুর দীর্ঘশ্বাস, মানবজাতি পায় না মাফ !
চাষের জমি কম পড়ছে জনজাতির বিস্ফোরণ
তাইতো জ্বলছে অস্ট্রেলিয়া, ফুসফুস ওই আমাজন !
জলেও দূষণ স্থলেও দূষণ দূষণ যে আজ মহামারী
পরিবারেও দূষণ ছড়ায় ,মন দূষণের বাড়াবাড়ি !
সংশয় আজ শ্বাসটা নিতেও মুখের ‘পরে আঁটছি মাস্ক
তবুও আমরা বলছি না কেউ “পৃথ্বী বাঁচাই” এটাই টাস্ক ।
উপাসনায় ব্যস্ত সবাই স্বার্থ খোঁজে আপনজন
টাকার পাহাড় পুঁজির ঠেলায়,বীভৎস যে দূষণ মন ।
সমাজটা তো রসাতলে, সংগঠনও দূষণময়
আগুন পাখি আগুন হাতে,জ্বলছে সবাই বলছে জয় !
কাঁদছে মাতা কাঁদছে পিতা, বিষাক্ত আজ পরিবার
ভালো বাসার মন্দ দূষণ, সম্পর্ক ছারখার !
মূহুর্মুহু দুর্ঘটনা ভিতর ভিতর সংকোচন
বুদ্ধদেবের খুব দরকার প্রত্যাশা তাই শুদ্ধোধন ।
পথে ঘাটে দৃশ্য দূষণ,নয়ন লুকায় নিজের সুখ
অকথ্য অত্যাচারেও নীরব থাকে আসল মুখ ।
শব্দদূষণ বায়ুদূষণ, দূষিত যে সকলজন
পাল্লা দিয়ে দূষণ বাড়ে নেশাগ্রস্ত জটিল মন ।
দূষণ রোধে বৃক্ষ রোপন, মিলতে পারে প্রতিকার
মন দূষণের মুক্তি কবে,বলতে পারো একটি বার ?