কলুর ঘানি টেনে টেনেই
হাড়মাস হলো কালি,
ব্যাঙ্গ ভরে গিন্নি বলে
মুখেই সোহাগ খালি!
একুশ পাকের বিয়ের মাথায়
মারি ঝ্যাটার বাড়ি,
যৌবন আমার কয়লা হলো
শুনলি বুড়ো ধাড়ি?
সোহাগ ভরে রসিক বুড়ো
গিন্নির থুতনি ধরে ,
চলো আজকেই পার্কে বসে
প্ল্যানটা নেবো করে।
সংসারে তো অভাব লেগে
বারো মাসেই থাকে,
তা থাকলে থাক , একটু গল্প
হোক না এই ফাঁকে।
বিদেশ থাকে ছেলেরা সব
মেয়ে শ্বশুর ঘরে,
সুখের পায়রা স্বজন সবে
ভাবলে চোখটা ভরে।
আমরা দুজন যে আজীবন
সবার সুখটা চেয়ে,
সুখের ছোঁয়া পেলাম নাকো
জীবন স্রোতে বেয়ে।
শেষের ঘাটে যাত্রী আমরা
যে কটাদিন বাকি,
তীর্থে তীর্থে ঘুরে ঘুরেই
বন্ধ করব আঁখি।