পেটের ক্ষুধা মেটে রে ভাই
ভাতটা খেতে পেলে,
মনের ক্ষুধার কিছুতেই যে
শান্ত নাহি মেলে।
বজ্জাত গতি চপল অতি
মনের ক্ষুধার জ্বালা,
যেমন চাহে না পেলেই
দুখে বুকটা ফালা।
চাহিদা তার আকাশকুসুম
স্বপ্ন আঁকে মনে,
যতোটা পায় আরো বেশি চায়
আগ্রাসী ভাব সনে।
পূজো আচ্চা সাড়ম্বরে
লোক দেখানো ঠাটে,
ভগবানে নেইকো ভক্তি
তাদের মনের বাটে।
যতোই থাকুক বাড়ি গাড়ি,
ভরে নাকো চিত্ত,
মনের ক্ষুধা নাশতে পারে
ভক্তি জপের বিত্ত।