টিলার মাথায় মেঘের খেলা শীতের সকাল,
কুয়াশা বুড়ির মাথায় জটা এলো অকাল।
নেতারহাটে দুজনে ঘোরার আনন্দে সূর্যোদয় দেখা,
চায়ের কাপের উষ্ণতা ঠোঁটে আঁকে রেখা।
বাহারি পশমের শাল গায়ে ওম রাখে,
নুড়ি বিছানো পথ, ‘লোয়ার ঘাঘরি’ ডাকে।
গানের সুরে সিগারেটের ধোঁয়া, গোল্লা আঁকে।
ভালোবাসার অনুরণন শিড়দাঁড়ার ফাঁকে,
হাতছানি দেয় অজানারে জানার দুর্বার আকর্ষণ,
পায়ে পায়ে পৌঁছে গেল সাথে নিয়ে বিকর্ষণ।
নরম রোদ মাথার পরে কুয়াশায় চাদর চিড়ে,
স্কুলের মাঠ সরগরম কচিকাঁচা, রঙিনপোশাকের ভিড়ে।
ছোটবেলাতে ফিরে চললাম সর্পিল পথ বেয়ে
এঁকে বেঁকে পাহাড়ের রূপকথাটি মনে মনে গেয়ে।