মনভাসি এই সময় জুড়ে
খামখেয়ালী সময় নাচন,
ভাঙা মনের ব্যথার ছোঁয়ায়
মন কেমনের বিষাদ যাপন!
পডছে মনের স্মৃতির রাশি
খুনসুটি আর হাসিখুশি,
স্কুলপালিয়ে নৌকা ভাসান
দরবেশী গান মনসা ঝাঁপান।
বাউল সাথে পালিয়ে মাঠে
একতারা সুর কন্ঠে ভাসে।
তারপরে এক দমকা হাওয়ায়
ভালোবাসা কোথায় হারায়।
হারিয়ে গেলি লোকের ভিড়ে
নতুন ভালোবাসার তীরে।
নতুন কোনো বাঁধন মাঝে
ভালবাসার সুরটি বাজে।
জানতে বড় চাইছে এ মন
কেমন আছিস ,বল না সুজন?
নতুন ভালোবাসার ঘরে
আমায় কি আর মনে পড়ে?
ফেলে আসা স্মৃতির মালা
ভালোবাসার সুবাস ঢালা।
পেরেছিস কি ভুলতে তাকে
পিছুটানে সেইতো ডাকে!