পৃথিবীটা রঙ্গশালা অহরহ চলে খেলা
অভিনয়ে দক্ষ কুশিলব,
মোহে মেতে চলে সবে সুখ চেটে নিতে ভবে
মুখে শুধু চাই চাই রব।
ধন লোভে মত্ত মনে ক্ষতি করে নিজ জনে
হিংসা- বিদ্বেষেতে থাকে মেতে,
হানে ছুরি ঘৃণা ভরে আলগোছে যায় সরে
অর্থ বিত্ত চায় শুধু পেতে।
ঘুণে ভরা মন নিয়ে ভরে রাখে যারা হিয়ে
অসহায়ে করে সর্বনাশ,
কভু ভাবে নাকো তারা লোভে হবে সর্বহারা
পাপ কাজে হবে তারা নাশ।
বেলা যবে শেষ হবে সাঙ্গ হবে আয়ু ভবে
টাকা কড়ি সব পড়ে রবে,
পৃথিবীটা পান্থশালা স্বল্প দিন নাট্য পালা
কর্ম ফলে ফল ভোগ হবে।
বোধের পরশ লয়ে চলে যারা লোভে ক্ষয়ে
ভব মাঝে দিন যাবে সুখে,
সত্য ধর্ম জেনে মর্মে থাকে যদি মজে কর্মে
দিন কেটে যাবে হাসি মুখে।