উৎকৃষ্ট মনুষ্য জাতি এটাই জানি সত্য ,
উৎকৃষ্টতার ধার ধারিনা মিথ্যা করি রপ্ত !
মুক্ত পাবার আশা নিয়ে ডুব দিচ্ছি সাগরে ,
নাগাল তার পাচ্ছি না তো খুঁজছি এক নাগাড়ে ।
পাঁকের ভিতর মনের চাবি পারছি না কেন তুলতে…
হাতরে মরি এদিক-ওদিক মনের চাবি খুঁজতে !
লোনা জলে হয়না চাষ চাষী কাঁদে অঝোরে ,
পাপের নেশায় পতিত হলে মরতে হবে বেঘোরে !
ময়লা জমা মনটাকে আজ এসো আমরা শোধন করি ,
জমাট বাঁধা দোষগুলো সব কাঁটায় গেঁথে তুলে ধরি !
মানুষ আমি মানুষ তুমি মান-হুঁশ গেছে হারিয়ে
মানবতাকে সঙ্গী করে দু-হাত দাও বাড়িয়ে ।