বর্তমান মনুষ্য সমাজ সত্যকে ভয় পায়
তারা সত্যকে দিতে চাপা
ছুটে বেড়ায় হাতে নিয়ে মিথ্যার আশ্রয়
জীবনের কবিতা লেখে না সে কোন কালে
জীবনের কাঁটা এগোয় তার ছলে বলে কৌশলে
এরা ফেলে আসা জীবন থেকে
নেয় না শিক্ষা, অতীতকে করে না অনুসরণ
অতলেই গোপনে ভাসমান তরীর হচ্ছে ক্ষরণ।
ঘোলা মেঘের মতো তার পরিকল্পনা যত
নিজেরই অজান্তে হয় সৃষ্টি সম্পর্কের শত শত ক্ষত
ভাটা পড়েছে শুভ চেতনার সংরক্ষণে
লোভ-লালসা; ঘৃণা হতে ব্যর্থ তারা নিজেকে সংবরণে,
একমাত্র মিথ্যাকেই তারা দিয়েছে আশ্রয়
তবুও তাদের জীবন কাটে ভয়ে ভয়ে
তবুও কি এসেছে জাগ্রতা.?
জেগেছে কি মানুষের সৎ সাহস.?
জেগেছে কি কারুর প্রতি কারুর বিন্দুমাত্র দায়বদ্ধতা.?
একমাত্র মিথ্যাকেই তারা দিয়েছে আশ্রয়
বর্তমান মনুষ্য সমাজ মিথ্যাকে আঁকড়ে ধরেই বাঁচতে চায়।