তুমি তো সেই পুরুষ যে আমার জাহাঙ্গীর
রাখলে আমায় মনে গড়লে আমার মন্দির
যদিও নয় সে মর্মর তাজমহল
তুমিই যে আমার খুশির মনমহল।
টানে না মন কারো প্রতি আর
তোমার হৃদয়ে গাঁথা যে মন আমার।
চাই তো থাকতে ডুবে একান্তে তোমাতে
বাকি পথ চলব দু’জনে হাত ধরে একসাথে
হারাতে চাই না ভুলে এ’কথা মনে ভাববে
আমারই কি ছিল ভুল আমার লেখা কাব্যে।
রাখবে আমায় মনে তোমার সারাক্ষণ
আমি তো চাই এমনি করেই তোমার মন
ভিজতে চায় এ’মন তোমার ভালবাসায়
তোমার সোহাগে মন আমার তৃপ্ত পূর্ণতায়।
ফুটেছিল মনসিজ তোমারই মন সরোবরে
খুলেছিলে পাপড়ি তার তুমিই হাতে ধরে
কোমল পরশে নিজেই একটি একটি করে
প্রাণ এসেছে ফিরে তোমার স্পর্শে ধড়ে।
করেছিলে সুধামাখা তোমার প্রেমদান
আসে যদি মধুপেয় নিতে তারই আঘ্রাণ
টানে না মন কারো প্রতি নতুন করেআর
তোমার হৃদয়ে গাঁথা যে এই মন আমার
ফিরে যায় মধুপেয় নিয়ে বিষাদিত প্রাণ
থাকি বুঁদ তোমাকে দিয়ে এই মন প্রাণ।