গগন তোমার খোলা হাওয়ায়
মন বিহঙ্গ ওড়ে
আমি তোমার দিনমনি
আসি আবার ভোরে।
আকাশ তোমার খোলা হাওয়ায়
উচ্চ করি মাথা
সন্ধ্যা বেলায় অস্তমিত
সবিতা পাই ব্যথা।
গগন তোমার খোলা হাওয়ায়
মন বিহঙ্গ ওড়ে
আমি তোমার দিনমনি
আসি আবার ভোরে।
আকাশ তোমার খোলা হাওয়ায়
উচ্চ করি মাথা
সন্ধ্যা বেলায় অস্তমিত
সবিতা পাই ব্যথা।