সহসা পশিল কানে , বাঁশরীর ধ্বনি,
চমকি উঠিল রাধা।
বাজে বাঁশী অবিরাম ,রাধা রাধা নামে ,
রাধা নামে বাঁশী সাধা।
যমুনা পুলিনে আসি , বিনোদিনী রাই,
হেরিল সেথায় শ্যামে।
বাজায় বাঁশরী কালা, এক তান মনে ,
দাঁড়ায়ে বঙ্কিম ঠামে।
সহচরী লয়ে রাধা , শ্যাম দরশনে,
ত্বরা করি সেথা আসে।
মধুর যামিনী আজি , পুলকে প্লাবিত,
কহে রাধা এসো পাশে।
মিলিব তোমার সনে , লয়ে গোপীগণে,
পূরিবে মোদের আশা।
আনন্দের সীমা নাই ,ওহে শ্যামসখা ,
মুখে নাহি সরে ভাষা।
যমুনা বহিছে দেখো , উজানে কেমনে,
ফুলেরা ফুটেছে কত।
ষোলোশত গোপীগণে , লয়ে জনে জনে ,
শ্যাম তুমি হও শত ।
নৃত্যগীতে রাসলীলা , মধুর যামিনী,
অবশেষে হলো শেষ।
সখী লয়ে আসে ঘরে, তবু রহে মনে ,
গত রজনীর রেশ।