ডাকছে কোকিল ডাকছে কুসুম পলাশ বকুল বাগে,
এসো গো প্রিয় হাতে হাত ধরি,
ফাগ মোহনায় ভাসিয়ে তরী,
পিচকারিতে খেলবো রঙ ফাগুন ফাগের রাগে।
প্রেমের রঙের একটু ছোঁয়ার সিক্ত রসের জোয়ার বানে,
কাফেলার দল হয়ে জোড়ায়,
মাতবো মোরা মহুয়ার নেশায়,
মাদল বোলে নাচবো দুলে ঠোঁট ছুঁয়ে ঠোঁটের টানে।
মনকথা সব এলোমেলো একাকারে বিলিয়ে দেবো,
পাওনা গুলো নেবো তুলে,
মনের রঙে লাজকে ভুলে,
রঙের ঢেউয়ে উতল তালে রভস যত মিটিয়ে নেবো।
তোমার সাথে সেই ফাগুনে হার মানা হার পরাবো গলে,
পড়বে পলাশ বৃন্ত টুটে,
রাঙিয়ে নেবো দোঁহে লুটে,
ফাগুন ফাগের সোহাগ মেখে খেলবো নেশায় পলে।