মধুর পবন ঢেউ খেলে যায় ধানের ক্ষেতে
রোদের ছোঁয়ায় ঘাসফড়িং যে উঠলো মেতে।
খালের পাড়ে প্রেমিক দোঁহে
ফাল্গুনী মন পুলক মোহে।
সুজন বসে মন হরষে ছাতা হাতে
অনুরাগে রঙ ছড়ালো হৃদয় পাতে।
লালশাড়িতে শ্রীময়ী যে পল্লী বালা
মন হরেছে শহর বাসী চিকণ কালা।
মিঠেল সুরে বাজায় বাঁশি
ছড়ায় হৃদে পুলক রাশি।
হাসিটি তার উছল যেন পাগলা ঝোরা
প্রকৃতি ও মুগ্ধ দেখে প্রেমিক জোড়া।
গড়গড়িয়ে চলছে কথা রঙে ঢঙে
বুকের মাঝে শিরশিরানি তারই সঙে।
মন ময়ুরী তাথৈ নাচে
চায় যে পেতে আরো কাছে।
নূপুর পায়ে ছলাৎ ছলাৎ ঢেউটি তুলে
জলের ছিটে দিচ্ছে ছুঁড়ে দুলে দুলে।
সর্ষেক্ষতে ফিঙের দলে ওড়ে ওড়ে
লায়লা মজনুর আশেপাশে বেড়ায় ঘুরে
হৃদ মাঝারে খুশির সুরে
অমল প্রণয় বাঁধন জুড়ে।
রঙিন মধুর স্বপ্ন সাজে দুটি মনে
থাকবে দোঁহে ভালোবাসার শপথ সনে।