ঘড়িতে দম দিচ্ছে টুনি
উঠতে হবে ছ’টা,
সাতসকালে প্রভাত ফেরি
বলল বন্ধু পটা।
সাদা জামা , জুতো পরে
আসরেতে যাব,
পতাকাটা তোলার পরে
জিলাপিও খাব।
ড্রাম বাজিয়ে বাঁশির সুরে
দেশাত্ম গীত চলে,
স্বাধীনতার স্মরণ দিনে
চলে যে গান কলে।
বিনয় বাদল দীনেশ ক্ষুদি
বীরের গল্প শুনি,
স্বাধীন ভারত পাবার জন্য
আত্মত্যাগ যে গুনি।