ফাগুন রাত গেলো চলে
মরছি দুখের জ্বালায়,
আমার কোনো নেইকো স্থান
স্বয়ংবরের মালায় !
টইটম্বুর রসে ভরা
আমি মউল ফুল,
রাতের শেষে ধুলোয় গড়াই
গায়ে লাগে ধূল !
সোনার গড়ন কৌটোসম
আমার সরস কায়..
তবুও কেন স্থান নেই গো
দেব-দেবীর পায় !
গুণের বহর কি আর বলি
রসেতে ভরপুর,
মন মদিরায় মাতিয়ে রাখি
মদির সুমধুর !
তফাৎ আমার এইটুকু ভাই
আমি… ফুলের সমতুল,
দেখতে আমি ফলের মতো
কিন্তু…অন্তরেতে ফুল !