একগলা অন্ধকারে যখন হাবুডুবু চরমসীমায়
আচমকা শুনি সেতার-ঝংকার।
অবশেষে প্রস্তুত গীতি-বলয়, আরো আরো ডুবতে
খুব ভালবাসি আ…ট…লা…ণ্টি…ক মহাসাগরে,
ডুবুরীর দু চোখে মণিমাণিক্য, মাছেদের চলনবলন
সাগরের আরো সম্পদ স্পষ্ট, স্পষ্টতর তখন।
ভেঙে এসব কামহীন প্রণয়ে রোমাঞ্চহীন পথটা
কখনো বসতে চায় সুঠাম দাঁড়ে,
কখনো সুখের মৌতাতে অলীক প্রেম
বড়ই চুপচাপ পাশটিতে বসে।
অথচ শুধুই চেয়েছি যখন-তখন আঁধার বরণডালা,
তাতেই থাক্ ভয়-সজ্জিত দারুণ শিহরণ-মালা।