আজকাল পাইপের তামাক পুড়িয়ে
কুণ্ডুলি পাকিয়ে ওঠে ধোঁয়া, দেখে
খুব হাসি পায়, আবার ভয়ও হয় ।
এতদিন তো যেতো না, আজকাল
আগুনের দিকে চোখ ছুটছে কেন ?
আমিও শেষে মরেটরে যাবো নাকি !
মৃত্যুকে এক বিন্দু বিশ্বাস করি না ।
তার মতন নিপুণ নিষ্ঠুর কে আছে ?
মাতৃজ্ঞানে নিজকে সাহস দিয়ে বলি :
‘ভয় পেয়ো না বাছা, ওটা কিছু নয়,
ওটা আনন্দ থেকে সরে যাবার ভয় ।
হিন্দুর ছেলে তো, তাই ভয় পাচ্ছো,
মুসলমান বা খৃষ্টান হলে পেতে না ।
এখন তোমাকে ভয় দেখাচ্ছে ধোঁয়া,
তখন তোমাকে ভয় দেখাতো মাটি ।’