কোথায় বেড়াতে যাবে এবার ছুটিতে?
চিলকা গেলে কেমন হয়!
ঢেউয়ের সাথে খেলবো খুনসুটিতে
ভয়কে করে নেবোই জয়।
বালুকা বেলায় ঝিনুক কুড়াবো দেখে
গোধূলি সূর্যাস্তে সেথা বসে,
ডলফিনের খেলা হ্রদের নীল জলে
অনুপম আবেগী রভসে।
পরিযায়ী সেথা কত আসে ধেয়ে শত
নীল আকাশের পথে বেয়ে,
সোনালী ডানার চিল যদি ভাসে চোখে
অপলকে রব চেয়ে চেয়ে।
সেই কবে পুরী গিয়ে দুখ ভরা মনে
গেছিলাম সবে ফিরে ঘরে,
চিলকা যাবার সাধ হতে বরবাদ
ব্যথা ভরে চোখে অশ্রু ঝরে।
অলঙ্ঘ্য অমোঘ টান টের পাই মনে
সত্যিই কি যাবে তুমি বলো?
নিরালা একান্তে সুখময় অনুভূতি
ওফ্ কি দারুণ হবে -চলো!
ভ্রমণের নেশা যেন রোমাঞ্চিত রেশে
জাগায় মাতন দেহে মনে,
হাতে ধরে হাতখানি শুধু তুমি- আমি
প্রণয় সুখে পুলক সনে।