তুমি ভুলতে চেষ্টা করে দেখো,
ভুলতে আমায় পারো কি না!
চেষ্টা যতই গভীর হবে,
ততই তোমার মনের অলিন্দে,
শিরা উপশিরায় বৃষ্টি মতো ঝরি কি না!
হারিয়ে গিয়েও সুগন্ধি ছড়িয়ে,
তোমার হৃদয়ের ফুল বাগানে আছি কি না!
তুমি তখন আমায় ভোরের আলো বলে ডেকো।
তুমি ভুলতে চেষ্টা করে দেখো,
ভুলতে আমায় পারো কি না!
চেষ্টা যতই গভীর হবে,
ততই তোমার মনের অলিন্দে,
শিরা উপশিরায় বৃষ্টি মতো ঝরি কি না!
হারিয়ে গিয়েও সুগন্ধি ছড়িয়ে,
তোমার হৃদয়ের ফুল বাগানে আছি কি না!
তুমি তখন আমায় ভোরের আলো বলে ডেকো।