ঘুম থেকে উঠে কাকা খান চিঁড়ে মুড়ি
ঘিয়ে ভাজা লুচি চাই গোটা দুই কুড়ি
আলু ডিমে ঝুরি করে মজা করে খেয়ে
বাটি ভরে ছানা নেন খুড়ি কাছে চেয়ে।
বেলা বারো কাকা ব্যস্ত জাগে ভারী ক্ষুধা
তিন কিলো মাছ ভাজা জিভে লাগে সুধা
ঘড়ি কাঁটা দুয়ে ছুঁলে আইঢাই প্রাণ
সারি বেঁধে বাটি দেখে টেনে নেন ঘ্রাণ।
বিয়ে বাড়ি ডাক পেলে সেজেগুজে কাকা
পাত পেড়ে বসে যান যদি পান ফাঁকা
চিকেন পোলাও মাছে সেঁটে নেন ভালো
মন ভরে খেয়ে দেয়ে মুখে ফোটে আলো।
সাঁঝ হলে দিয়ে যায় হরি ঘোষ মিষ্টি
চেটে পুটে খেয়ে কাকা দেন ধরে লিষ্টি
ওরে ঘোষ এই সব কাল এনে দিবি
জিভে যদি লাগে ভালো দাম তবে নিবি।
রাতে খেয়ে ভর পেটে খান কাঁচা গোল্লা
ওরে বাবা,সেকি ব্যথা ডেকে আন মোল্লা
বদ গন্ধে ভরে ঘর গ্যাসে পেট ঢোল
পীর বাবা রায় দিলো খাও সুক্তো ঝোল।