ভেসে ওঠে তল (Vese Othe Tol)
প্রথম আকুতি
ফিরবে কি শেষ শ্বাসে সেই অনুভূতি ?
ফিরে পাওয়া স্বাদ
ভোঁতা হলে জীবনের সব বরবাদ !
বীজে বীজে আশা
অজানা স্বজন হলে তাই ভালবাসা ।
ফুটপাথে জল
পরিষেবা পরাজিত , বৃষ্টি সফল !
কবিতা অতল
ডুব ডুব আরও ডুব , ভেসে ওঠে তল !
তবুও মানুষ
খুঁজে চলে অবকাশ , নতুবা ফানুস !