অনেক ভেবে দেখলাম ,
তুমিই আমার জন্য ঠিকঠাক ।
ওরা ডাকছে বটে অবিরাম ,
আমি তো হতবাক ।
ওখানে কামের উন্মাদনা ,
আর এখানে শান্ত মোহনা ।
ক্ষণিকের তাড়নায় ; মন ছুটে গিয়েছিল ।
কিন্তু যখন সন্ধ্যা এলো ঘণায় ,
ওরা সবাই বিদায় নিল ।
আবার একাকী হয়ে গেলাম ।
তোমার সঙ্গ ত্যাগে এটাই পরিনাম ।
তুমিই সারা জীবনের সঙ্গী মোর ।
জীবন সায়াহ্নে আরও শক্ত তবু বহুডোর ।
যখনই ভাবি তুমি একঘেঁয়ে ।
খানিক বাদেই একাকীত্ব আসে ধেয়ে ,
স্বল্পায়ু রঙিন জীবনে ।