ইলিশ মাছে পাইনা তো আর
আগের মতো স্বাদ,
জীবনটা ভাই পানসে হলো
সবেতেই যে খাদ ।
বাবার হাতে রূপো ইলিশ
গন্ধে জিভে জল,
এখন কি আর সে স্বাদ আছে
সত্যি করে বল্ ।
মায়ের হাতে ইলিশ ভাপা
তুলনা তার নাই,
সাথে থাকতো মাছের ডিম যে
খাসা লাগতো ভাই।
সব জিনিসে ভেজাল শুধু
আসল কোথা পাই,
নদী- পুকুরে দিচ্ছে সার
মাছেও স্বাদ নাই।
দুনিয়া জুড়ে লোভের হাত
করছে বাজার মাত,
আম জনতা ভেজাল খেয়ে
হচ্ছে কূপোকাত।