খাবারের প্লেট হাতে শুধু করো বায়না
জানো ভূতে কী কী খায়, আর কী কী খায়না?
ভূতেদের মামা মাসি পিসি কাকী কতো কে
কাঁচা কান ভেজে খায় কুড়মুড় সুরেতে
পোচা মাছ চেটে খায় মনে জাগে আহ্লাদ
হাড় কটা যদি পায় আহা্ তার কি যে স্বাদ
কচি হাড় ভেজে খায়, খায় পচা পিত্ত
বড়োসড়ো ঠ্যাং হলে খুশি থাকে চিত্ত
পিশাচের ছেলেটা বড় বেশি হ্যাংলা
কিন্তু চেহারা তার হাড়গিলে প্যাংলা
আমাশয় ভোগে রোজ তবু করে খাইখাই
খালি করে বায়না এটা চাই ওটা চাই
পেত্নীটা ভালোবাসে মগজের চুড়মুড়
বেসনে ভিজিয়ে খায় মরে যাওয়া ইন্দুর
বড়ো ছোটো মাঝারি যতো আছে ডাইনি
খেতে বড় ভালোবাসে মগজের চাটনি
আরশোলা দিয়ে কলমির ছেঁচকি
খেয়ে নাকি উঠেছিল মামদোর হেঁচকি
তারপর থেকে তার চলছে যে পথ্য
খুঁজে পেতে এনেছি এইসব তথ্য