রাতের বেলা কালো আঁধার
পথ হারায় বিহারী;
বনের মধ্যে ভূতেরা বলে
আসছে দেখো শিকারি।
মকর বলে জলেতে নামা
ভয়টা কিছু দেখাবি;
ঘাড়টা ধরে মচকে দিয়ে
শিকার করা শেখাবি।
মকর পিঠে ভূতনী চেপে
শুধুই করে ন্যাকামি ;
ভূতনী দিদি আমাকে মেরে
করবে তুমি বোকামি।
ঘাটের ধারে ভূতের গ্রামে
রগড় দেখে মজারু;
ভূতনি দিদি ছেড়েই দাও
উনি হলেন সজারু।
ভূতনী দিদি বায়না করে
শিকার করা শেখাবি
কেমন করে মানুষ মারে
সেটাও তুই দেখাবি।
শিকারী দাদা হঠাৎ বলে
লাগবে তবে হাতুড়ি
তারই সাথে খেতে লাগবে
রুই মাছের পাতুরি।