আষাঢ়ের মেঘলা আকাশ,
ধূসর দিন,
স্কুল পালিয়ে মৌবনীর মাঠে বুড়ো শিব তলায় দেখা,
ঠোঁটে আলতো চুম্বন,
নিঃশ্বাসের উত্তাপে শপথ নেওয়া,
উৎসুক সূর্যের মেঘের চাদর সরিয়ে
খলখলিয়ে হেসে ওঠা,
হাতে হাত রেখে চলা,
শ্রাবণের ধারায় পুষ্ট ভালোবাসার
হঠাৎ ছন্দপতন।
হাড়গিলগিলে হয়ে কখন প্রাণবায়ু ত্যাগ করেছিল
জানা হয়নি আজও।
নেই মৌবনীর মাঠ,
বুড়ো শিব তলায় আজ আকাশ ছোঁয়া আবাসন।
সূর্য এখানে আড়াল হয়েছে আবাসনের ভিড়ে,
প্রেম শুধু যে দুটো হৃদয় ভুলেছে তা নয়,
প্রকৃতিও ভুলেছে চিরতরে।