তুমি যা বলবে আমি তাই লিখব ?
তুমি যা দেখাবে আমি তাই দেখব ?
তুমি যা শেখাবে আমি তাই শিখব ?
তুমি যা শোনাবে আমি তাই শুনবো ?
তুমি যা বোঝাবে আমি তাই বুঝবো ?
তুমি ভাবলে কি করে ?
আমি এগুলো সবই তোমার মত করে মেনে নেব ?
তুমি ভাবলে কি করে ?
এগুলো সবই আমি তোমার মত করে গ্রহণ করব ?
দিনে দিনে দেখছি
তোমার আস্পর্ধা এবং স্পর্ধা দুটোই বড্ড বেড়ে যাচ্ছে
দিনে দিনে দেখছি
তুমি আমাদের সকলেরই স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছো
তুমি কি আমাদের সকলকে অন্ধ মনে করো ?
তুমি কি মনে করো ;কেউ কিচ্ছু বোঝে না ?
সবাই সবকিছু বোঝে; বোঝো না কেবল তুমি
আর এই না বোঝার কারণে একদিন তুমি নিজেই পিছিয়ে পড়বে,
ভুল করেও সেদিন কপালের দোহাই দিও না,
কারণ; ভুলটা ছিল তোমার নিজেরই।