আসবো যাবো , দৃশ্য হবো , বৃষ্টিপথে স্মৃতি
কে পোড়াবে স্রোতের শরীর মোহনা সম্প্রীতি !
সঙ্গে ছিলাম , সঙ্গে আছি , সঙ্গে থাকবো ভোর
কোন রজনীর কালনাগিনী কাটবে এ শ্বাসজোর !
ভুলছি ভেবে ভুল ভেবো না , সব আছে মাস্তুলে
বাতাস পালের আলিঙ্গনে ফিরবো উপকূলে ।
নাই বা পেলাম অভিলাষী , যাক অধরা ভেসে
যা পেয়েছি হারাই যদি , খুঁজবো নতুন বেশে ।
কিশোর চোখে কুড়িয়েছিলাম শিউলিতলার চাঁদ
সেই অপরূপ দৃষ্টিকে চাই শুরুর পরমাদ ।