মা রে, লেখাপড়া করলে পরে ,
বিয়ে হবে তোর বনেদি ঘরে ।
নাহলে যে ভবিষ্যৎ ঝরঝরে ।
সুখ হারাবি চিরতরে ।
আর পড়িস যদি মন দিয়ে ,
চাকরিবালা করবে বিয়ে ।
বড়লোক বর পাবি ।
ডুবিয়ে কব্জি মাংস খাবি ।
খাবার পরে মন্ডা-মিঠাই ।
সেথায় কোন অভাব যে নাই ।
সিন্দুক ভরা গয়নাগাটি ।
সাজসজ্জায় পরিপাটি ।
এখন প্রশ্ন আমার এইখানে ।
এইটাই কি মুখ্য মানে ,
মেয়েদের লেখাপড়া শেখানোর ?
বলি চিন্তনে তোর ,
রাত কেটে আসবে কবে ভোর ?