রোজ, রোজ, ভুরিভোজ ,
পেট ফুলে ডুম ।
রাতের বেলায় ওষুধ খোঁজ ,
আসছে না যে ঘুম ।
বায়ুর কোপে দুমদাম ,
দুর্গন্ধে আসছে ঘাম ।
যাচ্ছি বলে বাপের নাম ।
অস্বস্তি শরীর জুড়ে ,
বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি ,
কোনটাই নেই ছাড়াছাড়ি ।
ডুবিয়ে কবজি খাওয়া – দাওয়া ,
পায়ুপথে বইছে হাওয়া ।
বদ্ধ ঘরে ফাটছে বাজি ।
এরপরেও যেতে রাজি ,
নেমন্তন্ন বাড়ি ।
এখনও আমি খেতে রাজি ,
বিরিয়ানি এক হাঁড়ি।