আঁখির জল ভাষাবিহীন,
সদাই সে হয় সঙ্গীহীন,
অশ্রুর যদি ভাষা হোতো
শব্দাক্ষরে লেখা যেতো !
অসমর্থ ভাষাগুলো সব
অশ্রুধারায় তুলছে যে রব,
ব্যথাগুলো যত হৃদয় জুড়ে
অশ্রুকণায় পড়ছে ঝরে !
নিয়তি যার সঙ্গ ছাড়ে,
অশ্রু তাকে জাপটে ধরে,
ভাগ্য দোষে হয় যে দুখী,
অশ্রু তখন বেজায় সুখী !
ভাষার মেলায় সে ভাষাহীন,
অশ্রুর বাস হৃদয় গহীন,
কান্নাই তার প্রিয় ভাষা,
সঙ্গী যে তার শুধুই নিরাশা !