সূর্যের আলোমেখে রৌদ্রোজ্জ্বল ছিলো সেদিনটি,
সহসাই অশনিসংকেত দেখা দিলো,নেমে এলো মৃত্যুঝড়।
৫২’র সেই রক্তক্ষয়ী সংগ্রামের কথা তো সকলেই জানি,
পাক হানাদার আচমকা ফরমান করলো জারি,
রাষ্ট্রভাষা বাংলা নয়, উর্দু ভাষাকেই দিতে হবে মান্যতা
বাঙালি কিছুতেই মানতে চাইলো না, মাতৃভাষা বাংলা চাই
প্রতিবাদের উত্তাল ঢেউ আছড়ে পড়ে জনমানসের বুকে
পাক শাসনের নিষেধের শৃঙ্খলে বন্দি বাংলাভাষা, স্বমর্যাদায় প্রতিষ্ঠিত করা চাই মাতৃভাষাকে যে কোন মূল্যে।
আন্দোলনের রণভেরী বেজে উঠলো তূর্য নিনাদে
চললো ১৪৪ ধারা, কারাবন্দী,পাশবিক অত্যাচার
নিষ্ঠুর পাক সেনার হাতে ধর্ষিতা মা- বোনেরা,
আর্তনাদে বাংলার আকাশ বাতাস চৌচির,
মানবতার অপমানে লাঞ্ছনাতে বাঙালির সত্ত্বা উঠল জেগে,
মরণ পণে বাংলার দামাল ছেলেরা রক্তস্নানে ছিনিয়ে আনলো মায়ের ভাষা বাংলা ভাষা।
পথঘাট রক্তের নদী বীর শহিদের প্রাণের বলিতে,
ইতিহাসের পাতায় অমর হয়ে থাকলো শফিক রফিক জব্বার সালামেরা,
লাখো শহিদের রক্তেভেজা বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারিকে ভাষা দিবস রূপে চির স্মরণীয় করে রাখলো
বিশ্বের দরবারে,অগনিত মানুষের হৃদয়ে।