এসো হাত ধরে চলি প্রীতি ভরে
মিলে মিশে থাকি সবে
ভবে এসে ভাই মিছে ভেদ তাই
কেন বলো করি তবে।
সৎ পথে জানি চলে সদা মানী
পায় তাঁরা মান কতো,
সত্য যারা ঢেকে মিছে বলা শেখে
লভে তারা দুখ যতো।
এক সাথে চলো সৎ কথা বলো
বিধি রবে তব সনে,
ভাগ করে খাও যাহা কিছু পাও
সুখ পাবে জেনো মনে।
দেখো নাকো দোষ করো নাকো রোষ
কেন মিছে রাগ করো,
ভুল হলে তাতে হাত রেখে হাতে
মুখে শুধু হাসি ভরো।
ভেবে দেখো মনে হবে জনে জনে
ধরা ছেড়ে চলে যেতে,
মিলে মিশে তাই সবে থাকা চাই
প্রীতি ভরে হেসে মেতে।