মেয়ে আমার ভালোবাসে, নানান ছবি আঁকতে ।
ভেসে যায় জলে হাঁস, ডাকতে ডাকতে ।
বাঘ – সিংহ – হাতি – ঘোড়া ;
থালা -বাসন -শীল – নোড়া ;
পাহাড় – পর্বত – সূর্য – তারা ;
গাছ গাছালি তৃণচারা ,
আঁকে আরও কত কিছু ।
যেমন, মেঠো পথ উঁচু – নীচু ।
কিংবা মায়ের সঙ্গে ফচকে ছোঁড়া ,
আঁকে ভালো আগাগোড়া ।
লেখাপড়া না হয় হোক ।
আঁকায় যখন আছে ঝোঁক ,
বলি , ওটাই নিয়েই থাক ।
এর মাঝেও স্বপ্ন দেখি, আমি এক ঝাঁক ।।