স্পর্শের অপসারণ প্রক্রিয়ায়,হৃদয় মরু অঞ্চলে
বেদনার বালি রাশি অপসারিত হচ্ছে ক্রমশ l
যন্ত্রণায় জর্জরিত অসহায় জরাজীর্ণ জীবনে,
এক পশলা বারি বিন্দু রূপে ঝরে পড়ছে ভালোবাসা l
শুষ্ক হৃদয়ের মাঝে আচমকা সৃষ্টি হয়েছে মরুদ্যান,
বেদনার বেড়ায় আবদ্ধ অসম্ভব যাত্রা পথে
একমাত্র আশ্রয়স্থল l
একঘেয়ে জীবন আঁধার হতে সামান্য সূর্যের আভা —মরুদ্যান l
দিশেহারা পথে ক্যাকটাসের ভিড়ে পা ক্ষত -বিক্ষত,
তাও থামে নি পথ চলা l
মরুভূমির বিষাক্ত সাপের ন্যায় ঝুনঝুনি বাজিয়ে
কামনায় ক্ষুধার্ত চোখগুলো আমার দিকে চেয়ে আছে l
দীর্ঘশ্বাসে আটকে যাচ্ছে দমবন্ধ হওয়া শেষ নিঃশ্বাস l
আমার হৃদয় দ্বারে প্রতারণার ধোঁয়াশায় ভালোবাসা..
খোঁজে বেঁচে থাকার শেষ আশ্রয় l
উষ্ণ ভালোবাসার আপেক্ষিক আর্দ্রতাহীন মরুভুমিতে,
ক্রমশ অবিশ্বাসের বিস্ফোরণ,
বিপর্যস্ত হৃদয় অমানিশার কালিমায় খুঁজে বেড়ায় অস্তিত্ব l
অপমান, অবহেলা, গ্লানি, বঞ্চনা সকল অনুভূতির
ঊর্ধ্বে আমার ভালোবাসার মরুদ্যান l
আবেগহীন মরুভুমিতে যৌবনের তাড়নায় আমি মুমূর্ষ l
অসুস্থ লোচনে খুঁজি তুমি নামক মরুদ্যান….
সামান্য স্বস্তির আশায় l