অমাবস্যা এসেছিল প্রকৃতির নিয়ম মেনে
মাসাধিক কাল আগে।
নির্মল বাতাস গেছিল আবদ্ধ হয়ে
নিঃশ্বাস নেবার মতো স্থিরতা ছিল না।
সেই অমাবস্যার মধ্যেই লেগেছিল গ্রহণ
জীবন হয়ে গেছিল অসহনীয় তখন।
মাথায় ছিল না অক্সিজেনের প্রভাব
শুধুই ছিল বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড।
গ্রহণ কেটে গেলেও কাটছিল না কুপ্রভাব
প্রতিনিয়ত নিজের সাথেই চলছিল লড়াই।
প্রতিবাদ প্রতিরোধ হবেই তবে অসমান পথে
কার্গিলের যুদ্ধ কিন্তু হয়েছিল প্রতিকূল পরিবেশে,
তবুও তো ফয়সালা হয়েছিল।
মহাভারতে পঞ্চপান্ডব একাকী হয়েও।
পেয়েছিলেন হস্তিনাপুরের সিংহাসন
তখনও ফয়সালা কিন্তু হয়েছিল।
আজও সেই অসমান লড়াইয়ের
সাক্ষী হবে আমজনতা।
ভালোবাসার কাছে নতজানু হবেই
সব পোড়ারমুখোর দল।।