ভালবাসা অভিজ্ঞান ত “প্রকৃতি”–
এ শাশ্বত সত্যি। কি স্বচ্ছন্দ
কত সহজে উচ্চারিত
সে শব্দ –“ভালবাসি”
নয় পাপ, নয় কলঙ্ক, না কখনও নয়ত!!
সফল তখন, যখন গ্রন্থিবিহীন বন্য।
সভ্য সত্ত্বা করল কানুনরেখা,
যার রূপটান কাঠিন্য —-
টলমল জলপুকুর প্রেম শূন্য
হরন করল অনায়াস!!!
শৃঙ্খল স্থুল বন্ধন।
–স্থান, কাল , ধর্ম , বয়স!!! রূপমঞ্জরির দৈন্য—
ভুলে গেল ভালবাসা —
যে এক বিশাল মাকড় জাল,
রন্ধ্রে রন্ধ্রে সাজানো নানা জটিল–
প্রেম, কাম, শ্রদ্ধা, স্নেহ, নীরব অভিমান,
করুণা, রৌদ্ররাগ আলিঙ্গন।
সচল অথচ কোন এক সংস্কার বট, তা ঘৃণ্য!
শ্লীল অশ্লীল সফল নিয়ম
যাচাই করে কুরে কুরে কেমন —
সভ্য জগতে দৃঢ় স্থির প্রবাহ
ঘনায় স্বার্থসম্পদ,
স্থায়ী “অপ্রেম– কাম” অভ্যাসবশে তাই
দুনিয়ায় যত মিছে হয় ধন্য।