চুপকথার কথামালারা রূপকথা হয়েই থাকে অগোচরে ,
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বুঝতে পারিনি প্রেমের অবসর ,
তাকে বোঝাতে অক্ষম আমি এটাই বাস্তব,
সে শাঁখা সিঁদূরের মূল্য চায় ,
ভালোবাসা কি নিলামে ওঠে ?
এটা কি দস্তুর !
জানা নেই, অজ্ঞ আমি।
আজ খুঁজে চলেছি সেই ময়নামতির মাঠ ,
যেখানে লুকোচুরি খেলতে তুমি ।
ছিল তোমার প্রিয় কিছু জিনিস আর আমি ।
আজ খুঁজে বেড়াই মাঠের প্রতিটা ঘাস ,
যেখানে লেগে আছে তোমার গন্ধ ,
ভুল বুঝে দূরে চলে গিয়ে কি পেলে বলবে ?
তাই বলছি , এসো, মাথাটা একটু রাখো
আমার বুকে ,
শুনবে প্রতিটা হৃদস্পন্দনে লেখা তোমার নাম।
তখন তো মানবে আমার ভালোবাসা !