ভালো লাগে তোমায় ভাবতে
ভালো লাগে হতে রুদ্ধ তোমার বন্য প্রেমে,
ভালো লাগে সাজতে তোমার চোখের আয়নায়
ভালো লাগে নিজেকে খুঁজতে অদ্বিতীয় রূপে ।
ভালো লাগে দিতে ধরা
তোমার পরশ মাখা নির্জন খেলাঘরে,
ডুবে যায় মন পূজারিণী বেশে
এক তৃপ্ত সুখের গভীরতর অভিসারে ।
ভালো লাগে পাহাড়ের কোলে তোমায় নিতে জড়িয়ে
নির্বাক প্রান্তরের এক মুঠো স্নিগ্ধতায় ।
স্তিমিত নীলিমা মুখ ঢাকে গোধূলির আড়ালে
যুগলপ্রেমের মিলনগীতি ,
দুরন্ত আবেগে উন্মত্ত বিহঙ্গিনী গায় ।।