কিছু রাগ অনুরাগ নরম মখমলে মোড়া,
কিছু রাগ বিরাগ ধূম্র ধোঁয়াশায় ভরা।
কিছু কথা রূপকথা সুরের লাবণ্য ধরে,
কিছু কথা কটুকথা কাঁটার দংশন করে।
কিছু আশা প্রত্যাশা আঁধারে প্রদীপ জ্বালে,
কিছু আশা হতাশা তমসার ঘন জটাজালে।
কিছু স্বপ্ন সুখস্বপ্ন দূর দিগন্ত রেখায় প্রশস্ত,
কিছু স্বপ্ন দুঃস্বপ্ন কঁকিয়ে উঠে ভীতসন্ত্রস্ত।
কিছু পথ সুপথ জীবনের মানে খোঁজে,
কিছু পথ বিপথ আতঙ্কে দুচোখ বোজে।
কিছু শিক্ষা সুশিক্ষা শেখায় জীবনের মূলমন্ত্র,
কিছু শিক্ষা কুশিক্ষা গড়ে অচল বিকল যন্ত্র।
কিছু পুরুষ মহাপুরুষ মহৎপ্রাণে দিব্য আলো,
কিছু পুরুষ কাপুরুষ মন কলঙ্কিত কালো।
কিছু ভালো মন্দ হয় বদ অসৎ সঙ্গের বশে,
কিছু মন্দ ভালো হয় সুসংস্কারের পরশে।