স্যার অনেকদিন বাদে দেখা ।
কোথায় চলেছেন একা, একা ?
দাঁড়াও বাবা, চশমাটা চোখে দিই ।
আরে, দুষ্টু ছেলে জ্যোতি !
কেমন আছেন মাস্টারমশাই ?
বয়স হয়েছে ভাই ,
খুব একটা ভালো নাই ।
এই দেখ, চুলগুলো সব পাকা ।
দেখ, দেখ, দাঁতগুলোও ফাঁকা ।
নিয়েছি হাতে লাঠি ।
সাবধানে হাঁটাহাঁটি ।
স্কুলের সেই দিনগুলো ,
ভীষণ ভালো ছিল ।
কিন্তু বয়স যখন ষাটে ছুঁলো ,
আমায় বিদায় দিলো ।
অবসর ভাতা ঠিক মত পাই ,
সময় অনেক, ঘুরে বেড়াই ।
ছেলেরা সব বাইরে থাকে ।
বুড়িটা আমায় আগলে রাখে ।
মোটামুটি যাচ্ছে চলে ।
বুঝবি তখন বয়স হলে ।