রাস্তায় দেখা হলে একটাই জিজ্ঞাস্য
কেমন আছো বা আছেন?
উত্তর তো একটাই ভালো আছি।
বুঝতে তো পারিনা জিজ্ঞাসাটা কি শারীরিক না মানসিক।
তবুও উত্তর দিতেই হয়
মুখে কৃত্রিম হাসি নিয়ে উত্তর, “ভালো আছি”
সত্যিই কি ভালো আছি , নাকি থাকা যায়?
যখন দেখছি চারিদিকে অন্যায় মাৎস্যন্যায়।
এটা তো সবাই জানে বয়স বাড়বার সাথে
ভালো থাকাটাই বিলাসিতা প্রায়।
ডাক্তার ওষুধ সাথে নিয়েই।
জীবনের বাকি পথটা চলতে হয়।
তবুও কেউ যদি জিজ্ঞাসা করেই ফেলে, কেমন আছো?
তেতো মুখে দেঁতো হাসি নিয়ে বলতেই হয় “ভালো আছি”।
এইতো সেদিন জিজ্ঞাসা করলাম একজনকে “কেমন আছেন”?
কে জানতো জীবনের নিঃশ্বাস নেবার সেটাই ছিল তার শেষ দিন?
তবুও তো বললেন উনি হেসে সহাস্য বদনে! “ভালো আছি, ভাই”।
মাঝে মাঝে মনে হয় কেন বলছি ভালো আছি?
গন্ডাখানেক ওষুধ খেয়ে জীবনের পরিধিটাই একটু বাড়াচ্ছি।
জানিনা আমিও কবে পাকা আমের মতো
টুক করে ঝরে পড়ব এই পৃথিবীর বুকে।।